বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৪৫ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০১৬
ঝালকাঠি শহরের কলেজ রোডের অতিথি কমিউনিটি সেন্টারে বিএনপি ও যুবদল একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জরুরি সভা ডেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেল প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।
জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় শহরের কলেজ রোডের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। ওই একই স্থানে জেলা যুবদলও যুব সমাবেশের আহ্বান করে।
এতে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।
ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, আমরা বৈধভাবেই পূর্ব প্রস্তুতি নিয়ে অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলন আহ্বান করি। কিন্তু জেলা যুবদলের নেতারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সম্মেলন বানচালের জন্য ষড়যন্ত্র করছে।