অবশেষে ঝালকাঠির সেই ভয়ানক সন্ত্রাসী ইলিয়াস মুন্সীকে গ্রেফতারে সফলতা পেয়েছে পুলিশ। ৮ ঘণ্টার পুলিশি অভিযান শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এড়াতে পিরোজপুরের ভাণ্ডারিয়ার লিয়াকাত মার্কেট সংলগ্ন মামা বাড়িতে (হাজী বাড়ি) আত্মগোপন করে ছিল। পুলিশ গোপন সংবাদে বৃহস্পতিবার বেলা ১টায় ওই বাড়িটি ঘেরাও করে তাকে আটকের চেষ্টা চালায়।
কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস আত্মসমর্পণ করবে না বলে পুলিশকে জানায়।
এক পর্যায় হাতে বড় ছোরা নিয়ে পুলিশকে দেখিয়ে আত্মহত্যার হুমকি দেয়। আবার চেয়ারের ওপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যর কথা বললে পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করে।
এক পর্যায় ইলিয়াস দাবি করেন- আনোয়ার হোসেন মঞ্জু ভাই (পরিবেশ ও বনমন্ত্রী) এলে আমি আত্মসমর্পণ করব।
তবে রাত ৯টার দিকে এসব নাটকীয়তার অবসান ঘটে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নেয়ামাতউল্লার কৌশলের কাছে। তিনি টিভি সাংবাদিক পরিচয় দিয়ে ঢাকা থেকে এসেছেন বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইলিয়াসকে পটিয়ে ফেলেন।
এক পর্যায় সে রাজি হয় পুলিশের হাতে ধরা দিতে। ৮ ঘণ্টা পর রাত ৯টায় ইলিয়াছ ঘরের দরজা খুললে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের ইলিয়াছের নামে কাঁঠালিয়া থানায় হত্যা, ডাকাতিসহ অন্তত ৭ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।”
শিরোনামঝালকাঠির খবর