ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ওসি নাসির উদ্দীন সরকার, শ্রেষ্ঠ এসআই আরিফীন ইসলাম
আরিফুর রহমান, ঝালকাঠি:: ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার নাসির উদ্দীন সরকার ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর ও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই নির্বাচিত হয়েছেন আরিফীন ইসলাম।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভায় তাদের ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঝালকাঠির খবর, বিভাগের খবর