বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ওসি নাসির উদ্দীন সরকার, শ্রেষ্ঠ এসআই আরিফীন ইসলাম
আরিফুর রহমান, ঝালকাঠি:: ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার নাসির উদ্দীন সরকার ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর ও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই নির্বাচিত হয়েছেন আরিফীন ইসলাম।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভায় তাদের ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।