বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর জেলা পরিষদ মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুল ইকরাম পিরু সহ জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহপনির অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অসুস্থার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠিবাসী বিভিন্ন মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করেন।