নতুন কোনো কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে আয় ধরা হয়েছে ১৯৪ কোটি তিন লাখ ৮০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ১৯৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৪০০ টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৫ লাখ ৫২ হাজার ৩৫৪ টাকা।
এ ছাড়াও বাজেটের প্রারম্ভিক উদ্বৃত্ত রয়েছে ৯৯ লাখ ২২ হাজার ৭৫৪ টাকা।
বুধবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এ বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- পিপি আব্দুল মান্নান রসুল, জিপি তপন রায় চৌধূরী, চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মু. মুনিরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর তরুণ কর্মকার, রেজাউল করিম জাকির, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুন, সাংবাদিক আক্কাস সিকদার, অলোক সাহা, জহিরুল ইসলাম জলিল।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর