২ ঘণ্টা আগের আপডেট রাত ২:৪৬ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ঝালকাঠি বিসিক কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বরিশালটাইমস রিপোর্ট
৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

ঝালকাঠি: ঝালকাঠি বিসিক শিল্পনগরীর পিডি (প্রকল্প পরিচালক) অসীম কুমার ঘোষের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রকল্পের বিভিন্ন বরাদ্দ অর্থ লোপাট অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ তদন্ত শুর করেছে। ইতিপূর্বে তিনি পরিচালকের দায়িত্ব পেয়ে প্রকল্পের টেন্ডার আহ্বানে অনিয়মসহ বিভিন্ন খাতের বরাদ্দ অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা মিডিয়ায় প্রকাশিত হয়।’

এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে এসব দুর্নীতি তদন্ত করার দাবি উঠায় দুদক এই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।’

ইতিমধ্যেই তদন্তের স্বার্থে ঝালকাঠি বিসিকের সহকারি হিসাবরক্ষণ কর্মকর্তা ও কম্পিউটার অপারেটরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৬ অক্টোবর তাদেরকে বরিশাল দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়।’

কমিশনের উপসহকারি পরিচালক ও অনুসন্ধানকারি কর্মকর্তা মো. আল আমীন স্বাক্ষরিত ই/ আর (৬১/২০১৬/ ঝালকাঠি/ ২৩১৬ স্বারক) পত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, প্রকল্পের বরাদ্দ অর্থ প্রাপ্তির পর ক্রয় কমিটিকে সাথে না নিয়ে প্রকল্প পরিচালক অসীম ঘোষ নিজেই কিছু কেনাকাটা করে অতিরিক্ত বিল ভাউচার দাখিল করেন। কোন কোন ক্ষেত্রে কাগজে কলমে বিভিন্ন মামলামাল ক্রয় না করেই বিল ভাউচার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়।’

এছাড়াও প্রকল্পের কাজে সামন্য পরিমান ফটোকপি দেখিয়ে হাজার হাজার টাকা ফটোকপির বিল আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শিল্পনগরীর মাটি ভড়াট কাজের সিডিউল টেন্ডার বাক্স থেকে সরিয়ে ফেলারও অভিযোগ রয়েছে। এছাড়াও শিল্পনগরীতে বালু ভরাট কাজে কাগজে কলমে সেখান একাধিক গভীর পুকুর দেখিয়ে তা ভড়াটের নামে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে।’

তার বিরুদ্ধে ইতিপূর্বে খুলনা বিসিকের আঞ্চলিক কার্যালয় থেকে দূর্নীতির তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্তে সহায়তা করতে বিভিন্ন মিডিয়াকর্মী ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে চিঠি দেয়া হয়েছিল।

কিন্ত প্রকল্প পরিচালক অসীম ঘোষ সেখান থেকে দ্রুত বদল হয়ে ঝালকাঠিতে আসেন। এক উর্ধ্বতন কর্মকর্তার প্রভাব খাটিয়ে ওই তদন্ত কার্যক্রম স্থগিত করাতে সক্ষম হন।

এরপর থেকে ঝালকাঠি বিসিকের উপ-ব্যবস্থাপক পদে দায়িত্ব নিয়ে তার দুর্নীতি ও সেচ্ছাচারিতার মাত্রা আরও কয়েক গুন বাড়িয়ে দেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক বন্দর এক সময়ের “দ্বিতীয় কলকাতা খ্যাত” ঝালকাঠির ব্যবসায়িক কর্মকান্ড ক্রমেই হ্রাস পাওয়ায় ‘হারানো বানিজ্যিক গুরুত্ব ফিরিয়ে আনতে’ জেলার উন্নয়নের রুপকার আলহাজ্ব আমির হোসেন আমুর গত দু’দশক ধরে প্রচেষ্টা চাচ্ছেন।’

ঝালকাঠির উন্নয়নের রুপকার শিল্পমন্ত্রী আমুর একান্ত প্রচেষ্ঠায় ঝালকাঠি বিসিক শিল্প নগরীর প্রকল্প বাস্তবায়নের কাজ পুনরায় শুরু হয়। সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা প্রস্তুত করার জন্য প্রাথমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালক ও প্রকল্প প্রকৌশলী নিরলশ কাজ করে প্রস্তাবনা তৈরী করেন।’

এঅবস্থায় অর্থলোভী ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক পদে যোগদানকারী অসীম ঘোষ শুরু থেকেই নানাকৌশলে দুর্নীতির আশ্রয় নিয়ে প্রকল্পের কাজ বাঁধাগ্রস্থ করতে শুরু করেন। তার সেই পরিকল্পনার অংশ হিসাবে তিনি প্রাথমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালক ও প্রকল্প প্রকৌশলী কে সরিয়ে দিয়ে উর্ধতন কর্মকর্তার সাথে আঁতাত করে ঝালকাঠি বিসিক শিল্পনগরীর প্রকল্প পরিচালক পদের দায়িত্ব হাতিয়ে নেন।

আর একাই একাধিক পদের দায়িত্ব নিয়ে বিসিক শিল্পনগরীর প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে ব্যাপক দুর্নীতি-লুটপাটে মেতে ওঠেন।

এমন কি বিসিক মহাপরিচালকের নির্দেশ উপেক্ষা করে নামমাত্র প্রকল্প কমিটি করে প্রকল্প পরিচালক অসীম ঘোষ ও ভারপ্রাপ্ত হিসাব রক্ষককের যোগসাজসে তাদের সকল অপকর্ম জায়েজ করতে প্রচেষ্টা চালাতে থাকেন। এক পর্যায়ে তার এসব দূর্নীতির প্রতিবাদ জানালে এবং ভূযা ভাউচারে স্বাক্ষর না করায় ঝালকাঠি বিসিকের সহকারি প্রকৌশলী এবাদুল হক ও সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসানকে বদলী করিয়ে দেন।’

প্রকল্প কমিটি অন্যান্য সদস্যরা তার বিরুদ্ধে অবস্থান নিলে তিনি ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি নিয়ে বরিশালে বিসিক এর এজিএম পদে যোগদান করেন। তবে অদৃশ্য ক্ষমতা বলে তিনি শিল্পনগরীর বরাদ্দ অর্থ লোপাটের জন্য এই প্রকল্পের প্রকল্প পরিচালক পদ ধরে রাখেন।’

এমতাবস্থায় তার এহেন বেপরোয়া দুর্নীতি-লুটপাট ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করলে দূর্নীতির দায়দায়িত্ব থেকে নিজেকে রক্ষা করতে ব্যাপক তৎপর হয়ে ওঠে প্রকল্প পরিচালক অসিম কুমার ঘোষ। দায় এড়ানোর কৌশল হিসাবে (ব্যাক ডেট) পূর্বের তারিখ দিয়ে এ পদ থেকে অব্যাহতি চেয়ে প্রকল্প পরিচালক অসিম কুমার ঘোষ বিসিকের উর্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

একই সাথে দুদকের তদন্ত বাঁধাগ্রস্ত করতে সে রজনৈতিক ও বিসিকের উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার কাছে দৌড়ঝাপ জোর তদবীর চালাচ্ছেন বলে জানা গেছে।’

উল্লেখ্য গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর তৎকালীন পিডি অসীম কুমার ঘোষ উৎকোচের বিনিময়ে গোপনে আতাঁত করে মুফতি হান্নানের বড় ভাই সোনারবাংলা কেমিক্যাল ইন্ডাষ্ট্রির নামে একটি প্লট বরাদ্দ ও ইন্ডাষ্ট্রির রেজিষ্ট্রেশন প্রদান করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। আর সেই  কেমিক্যাল ইন্ডাষ্ট্রির আড়াঁলে নিরাপদ আস্তানা গড়ে তুলে হুজি (হরকাতুল জিহাদ) প্রধান, দূর্ধর্ষ জঙ্গী মুফতি হান্নান বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যেবোমার তৈরীর কারখানা গড়ে তোলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০০ সালে ‘গোপালগঞ্জের হেলিপ্যাডে ৭৬ কেজি ওজনের বোমা পেতে হত্যা’ ষড়যন্ত্রে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম স্বাক্ষী পিডি অসীম কুমার ঘোষ আইন-শৃঙ্খলা বাহিনী সহ বিচার কার্যক্রমেও অসহযোগীতা করেছে বলে অভিযোগ রয়েছে।

যে কারনে ৪দলীয় জোট সরকারের পর বর্তমান সরকার ক্ষমতায় এসে চাঞ্চল্যকর এ মামালায় ২০১৫ সাল পর্যন্ত তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ আদালত বিচারাধীন (কোটালীপাড়া থানার মামলা নং ০৫(০৭) ২০০০) মামলায় রাষ্ট্রপক্ষের স্বাক্ষী অসীম কুমার ঘোষকে বারবার সাক্ষী দিতে ডাকলেও তিনি অনুপস্থিত থাকেন বলে অভিযোগে জানা গেছে।

খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন