২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০২৪

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: ঝালকাঠির সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কার্যকরি কমিটি ভেঙ্গে দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে শহরে অবস্থিত শিক্ষক সমিতির অফিস কক্ষে এক সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল ইসলাম। সভায় বক্তব্য দেন, প্রধান শিক্ষক জাফরিন ফারজানা শিমুল, মিঞা আসাদুজ্জামন, ফেরদৌসী বেগম, দিলিপ কুমার রায়, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, আসাদুজ্জামান খান, মিজানুর রহমান, কাজী রুহুল আমিন ও মামুনুর রশিদসহ আরও অনেকে। বক্তারা বর্তমান পরিস্থিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গাঢাকা দেওয়ায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে একটি আহবায়ক কমিটি গঠনের পক্ষে মতপ্রকাশ করেন।

সভায় উপস্থিত ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও সহকারী শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. ওবায়দুল ইসলামকে আহবায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।’

76 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন