বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ১১ জানুয়ারি ২০১৭
ঝালকাঠী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পৃথক অভিযানে ওই দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মোট ১৮৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবুল হাওলাদারকে(৪৫) আটক করে পুলিশ। আটকের সময় বাবুলের কাছ থেকে ১৭৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে,সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের লেয়াজ উদ্দিন হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার তালতলা বাজারে দীর্ঘদিন যাবৎ মুদি দোকানের আড়ালে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।
অপরদিকে,ঝালকাঠীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জালাল মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পোনাবালিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় জালাল মাঝির কাছ থেকে ১০ ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির নগদ ১৫হাজার ৫শত ৮০ টাকা জব্দ করে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান জানান, গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে।