বৈরী আবহাওয়ার কারণে রাজধানীসহ দেশের বেশকিছু বিমানবন্দরে বিমান ওঠানামা বিঘ্নিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিমান উড্ডয়ন এবং অবতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এসময় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও বন্ধ হয়ে যায়।
এদিকে বিকালে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইট রাজশাহীর উদ্দেশে উড্ডয়ন করে। তবে রাজশাহীতে ৩টা ২০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি পৌঁছাতে দেরি হয়। ফ্লাইটটি যশোর, বরিশাল ও ভারতের মালদাহ ঘুরে বিকাল পৌনে ৬টার দিকে রাজশাহীতে ল্যান্ড করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর শাহ মুখদুম (রা.) বিমানবন্দরের ব্যবস্থাপক সিতাফুর রহমান।
অন্যদিকে কক্সবাজার থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে এলেও আবহাওয়া খারাপ থাকায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, আবহাওয়া ঠিক হলে চট্টগ্রাম থেকে ফের ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তারা।
বরিশালের খবর