“টিপু সুলতান দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুগঞ্জে আনন্দ মিছিল ॥ মিষ্টি বিতরণ”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির দলীয় একক প্রার্থী হিসেবে বর্তমান এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানকে চূড়ান্তভাবে মনোনীত এবং নাম ঘোষণা করায় বাবুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ওই আনন্দ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এক সমাবেশ করে।
উপজেলা যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খানের সভাপতিত্বে পরিষদ চত্ত্বরের আমতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবমৈত্রী সম্পাদক হাসানুর রহমান পান্নু, ওয়ার্কার্স পার্টির দেহেরগতি ইউনিয়ন সম্পাদক মোঃ শাহিদ হাওলাদার, ক্ষুদ্রকাঠি ওয়ার্ড সম্পাদক আবু হানিফ, আসাদুল করিম পিপুল, জামাল হোসেন গাজী, ছাত্রমেত্রীর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সুমন আকন জুয়েল, উপজেলা আহবায়ক এইচ.এম আলী হোসেন, সাবেক আহবায়ক সোহেল রানা, যুবমৈত্রী নেতা মানিক হাওলাদার মামুন, জসিম উদ্দিন, কৃষক সমিতির নেতা মোক্তার হোসেন মাস্টার, ক্ষেতমজুর ইউনিয়ন নেতা মন্টু হাওলাদার প্রমুখ। সমাবেশে বক্তরা শেখ টিপু সুলতানকে আবারও মনোনয়ন দেওয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং পরে স্থানীয় খানপুরা বাজারে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, গতবারের মতো এবারও বরিশাল-৩ আসনে এমপি শেখ মো. টিপু সুলতানকে হাতুড়ি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মনোয়ন বোর্ড ও পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপির পক্ষে বৃহস্পতিবার বাবুগঞ্জে অনুষ্ঠিত কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে বরিশাল-৩ আসনের মনোনীত একক প্রার্থীর নাম ঘোষণা করেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। ওই ঘোষণাকে স্বাগত জানিয়ে শুক্রবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। #
বরিশালের খবর