টিসিবির পণ্যসহ ব্যবসায়ী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
সংবাদদাতা, তালতলী:: বরগুনার তালতলীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য মুদি দোকানে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে তালতলী বাজারের অনীল চন্দ্র শীল (৭০) নামের এক মুদি ব্যবসায়ীকে আটক করে এ দন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।
দণ্ডপ্রাপ্ত অনীল চন্দ্র শীল তালতলী বন্দরের (টিএন্ডটি সড়ক) বাসিন্দা ও মেসার্স জনতা ট্রেডার্স নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
আদালত সূত্রে জানা গেছে, অনীল চন্দ্র শীলের দোকান থেকে চিনি ৪১ কেজি, ডাল ৮০ কেজি, সয়াবিন (৩৬ বোতল) ৭২ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত টিসিবি পণ্য বড়বগী ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, টিসিবি পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। দোকানে বিক্রি করার অপরাধে ব্যবসায়ী অনীল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
বরগুনা, বিভাগের খবর