নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিতে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। বেলা ১১ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তর্বক অর্পন করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রতিমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত জাতির জনকের পরিবারের সদ্যস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সমাধি সৌধ কমপ্লেক্সের পাশে টুঙ্গিপাড়া খাল পরিদর্শন ও হেলিপ্যাড এলাকায় হেলিপ্যাড সম্প্রসারণ, সৌন্দর্য্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন এবং দ্রুত কাজ শেষ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি, ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফাইজুর রহমান, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।’
বরিশালের খবর, বিভাগের খবর