বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০১৮
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল-২ আসনের (উজিরপুর ও বানারীপাড়া) আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম তালুকদার।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে তিনি জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় মোনাজাতে অংশ নেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, শিকারপুর শের-ই-বাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি শাকিল মাহমুদ আউয়াল খান, যুবলীগ নেতা শাওন বালী, এ্যাডভোকেট মো. আতিকুল ইসলামসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা ।