ট্রাক হেলপারের গলাকাটা লাশ উদ্ধার
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মো. রনি (২৪) নামের এক ট্রাক হেলপারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদারহাট এলাকার একটি বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। রনি বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. মফিজল দালালের ছেলে।
নিহত রনির চাচা মো. বশির জানান, রনি ঢাকায় ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসে সে। গত শনিবার (২২ অক্টোবর) বিকালে একই এলাকার নাদিমের ছেলে শামিম রনির সঙ্গে কথা বলার জন্য বাড়িতে থেকে ডেকে নেয়। এরপরে রাতে আর বাড়ি ফিরেনি সে।
বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় পরিবারের পক্ষ থেকে খোঁজা হচ্ছিল। শনিবার দুপুরে খবর আসে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে রনির গলাকাটা লাশ পাওয়া গেছে। এব্যাপারে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিভাগের খবর, ভোলা