বার্তা পরিবেশক, অনলাইন:: ১০ বছর ধরে বিগ বস সঞ্চালনা করছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে ভারতের অন্যতম এ জনপ্রিয় রিয়েলিটি শোর এই সিজনে তিনি যা ঘটালেন, তা আগে কখনোই দেখা যায়নি।
সম্প্রতি বিগ বসের বাড়িতে ঢুকে নিজেই বাসন মেজে, টয়লেট পরিষ্কার করলেন ভাইজানখ্যাত এ তারকা। সালমানের এই কাণ্ড দেখে হতবাক বাড়ির সদস্যরা।
তবে বাড়ির সদস্যদের দিকে ঘুরেও তাকাননি সালমান। এমনকি বাড়ির সদস্যরা তাকে সব কাজ করতে দেখলেও বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার সুযোগ ছিল না। কারণ তাদের একটি কক্ষে আটকে রেখে তারপরই এ কাজে লাগেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিগ বস সিজন-১৩ প্রতিযোগীদের বাড়ি গিয়ে সালমান সেখানকার অগোছালো পরিবেশ দেখে খুব বিরক্ত হন। পরে এ অবস্থা দেখে তিনি নিজেই বাসন পরিষ্কার করে টয়লেটও পরিষ্কার করেন।
একপর্যায়ে বিগ বসের পুরো বাড়ি পরিষ্কার করার পর সালমান বেরিয়ে যান। তারপর প্রতিযোগীরা তার সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেছেন। নিজেদের ভুলের জন্য বারবার দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু তাতে সালমানের মন গলেনি।
দাবাংখ্যাত এই তারকা বলেন, ‘প্রতিযোগীদের কোনো লজ্জাই নেই। প্রতিযোগীদের নাটক আর পছন্দ করছেন না দর্শক।’
প্রতিবেদনে আরও বলা হয়, সামনেই রয়েছে বিগ বসের এলিমিনেশন পর্ব। মধুরিমা তুলি, বিশাল আদিত্য সিংহ, আরহান খান, সিদ্ধার্থ শুক্লা, শেফালি বাগ্গা এবং আরতি সিংহের মধ্যে কোন প্রতিযোগী এ সপ্তাহে বাদ পড়েন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।
বিনোদনের খবর