৩ ঘণ্টা আগের আপডেট রাত ১২:৭ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ঠিকাদারের গাফিলতি, ৬ বছরে শুরু হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ

বরিশালটাইমস রিপোর্ট
১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

ঠিকাদারের গাফিলতি, ৬ বছরে শুরু হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ

জিয়াউল হক, বাকেরগঞ্জ:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় নিয়ামতি ইউনিয়নের মধ্য মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ ৬ বছরেও শুরু করেনি বাকেরগঞ্জের হাজী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার কবির শিকদার।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ৬ বছর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ওই বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে চারতলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্নের দায়িত্ব পায় মেসার্স হাজী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের ঠিকাদার কবির শিকদার কাজ শুরু করার নামে বিদ্যালয়ের পুরাতন ভবনটির সিংহভাগ ভেঙে ফেলেন। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে বড় বড় গর্ত করে মাটি উত্তোলন করে রেখেছেন। পুরাতন ভবনের জরাজীর্ণ কক্ষে পাঠদান কার্যক্রম চালাতে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষকরা।

আর শিক্ষার্থীদেরও থাকছে হচ্ছে ঝুঁকিতে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগসহ নানাভাবে যোগাযোগ করেও মেলেনি কোনো সুফল।

রবিবার ২৪ (সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবন নির্মাণের জন্য ভেঙে ফেলা পুরাতন ভবনের মালামাল ও গর্ত খুঁড়ে উত্তোলন করা মাটিতে বিদ্যালয়ের মাঠ ও হাঁটা-চলার রাস্তা বন্ধ হয়ে গেছে। এছাড়াও ভেঙে ফেলা পুরাতন ও নতুন ভবন নির্মাণের জন্য মালামাল বিদ্যালয় প্রাঙ্গণে স্তুপ করে রাখা হয়েছে। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ দুটি টিন সেট ভবনের কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। স্কুলের মাঠে ও ভবনের কক্ষের সামনে পড়ে আছে নির্মাণ সামগ্রী। ইটের খোয়া সহ লোহার রডের ভীম। লোহার রড গুলো ৬ বছর যাবত বিদ্যালয় এর মাঠে পড়ে থেকে বৃষ্টির পানিতে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ৬ বছরেও নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি। এ কারণে জরাজীর্ণ পুরাতন ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে। আমাদের ক্লাস রুম গুলো হচ্ছে টিনশেডের পুরাতন ভবনে। এখন বর্ষা মৌসুমে বৃষ্টির পানি উপরে চালা থেকে আমাদের জামাকাপড় সহ বই খাতা ভিজে যায়। আমাদের বিদ্যালয়ের অধিকাংশ রুমের জানালা নেই, ফ্যান নেই, প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হলে পানি পড়ে কিন্তু তারপরেও সেখানেই ক্লাস করতে হচ্ছে। এতে আমাদের পাশাপাশি স্যারদেরও অনেক সমস্যা হচ্ছে। তাই দ্রুতই নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করার দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম মিজানুর রহমান বলেন, ঠিকাদার কবি সিকদার নতুন ভবন নির্মাণের কাজ শুরু করবেন বলে ৬ বছর আগেই আমাদের বিদ্যালয়ের পুরাতন ভবনের সিংহভাগ ভেঙে ফেলেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের থাকা টয়লেট সেটাও ভেঙে ফেলেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমরা এখন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছি। আর এই কারণে বিদ্যালয়ের প্রায় ৪ শত শিক্ষার্থীদের ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বিষয়টি লিখিতভাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক মীর মোয়াজ্জেম হোসেনকে অবহিত করা হলেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কাছেও লিখিত অভিযোগ দেয়া হয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ভবন নির্মাণের জন্য ঠিকেদারকে পুনরায় ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে ঠিকাদার এখনো বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু না করায় এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান বাদশা বলেন, ২০১৮ সালের ১৬ আগস্ট স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে নতুন ভবন নির্মাণের কাজ। ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোন সুফল মেলেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস বলেন, নতুন ভবন নির্মানের প্রকল্পটি আমাদের দপ্তর সংশ্লিষ্ট নয়। তারপরেও শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

হাজী এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারি ঠিকাদার কবির শিকদারকে ফোন করা হলে এ বিষয়ে তিনি বলেন, আপনার তো আমার বাকেরগঞ্জ মডেল মসজিদ নির্মাণ কাজের অনিয়ম নিয়েও সংবাদ প্রকাশ করেছেন। এখন আবার বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ ৬ বছরেও কেন শুরু হয়নি সেটা নিয়েও লিখতে থাকেন। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন যত পারেন নিউজ করতে থাকেন।

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বিস্ফোরক মামলায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু  আদালতে বিচারককে জুতা নিক্ষেপ করলেন নারী  ঋণ নিয়ে টমটম কিনছিলাম সেটিও নিলো চোরে  বাবুগঞ্জে আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিনে কোরআনখানি ও দোয়া-মোনাজাত  ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি  বরিশাল মহানগর বিএনপির দায়িত্ব পেলেন জিয়া সিকদার  বরগুনায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে কলেজছাত্রী  বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি: ১১ ব্যবসায়ীকে জরিমানা  পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার  পিরোজপুরের হাজারো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ মানুষদের নিয়ে সাংস্কৃতি প্রতিযোগিতা