বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ২৩ মে ২০১৬
বরিশাল: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে এ পর্যন্ত অন্ততপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে প্রাণ হারিয়েছে অনেক পশু-পাখিও। এবার একটি ডলফিনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৩ মে) পটুয়াখালীর দশমিনায় বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ জোড়পুল এলাকার একটি খালে মৃত ডলফিনটি মাছ ধরার জালে আটকা পড়ে। এটি লম্বায় প্রায় ১০ ফুট লম্বা, ওজন সাড়ে ৩শ কেজি।
স্থানীয়দের ধারণা, রোয়ানুর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জোয়ারের পানি ঢুকে যায় নদী ও খালগুলোতেও। জোয়ারের সঙ্গেই ডলফিনটি ওই খালে আসতে পারে। মাছ ধরার জন্য পেতে রাখা জালে আটকা পড়ে।
তবে ডলফিনটি মৃতবস্থায় আটকা পড়েছিল নাকি পড়ে মারা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ডলফিনটিকে উপজেলা মৎস্য অধিদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ডলফিনটি পুরুষ গেঞ্জেস রিভার জাতের ডলফিন।