৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বাউফল শাখার সভাপতি নুরুল, সম্পাদক জসীম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বাউফল শাখার সভাপতি নুরুল, সম্পাদক জসীম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশেনের আলোচনা সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে অধ্যাপক ডা. নুরুল ইসলাম খাকে সভাপতি এবং প্রভাষক ডা. মো. জসীম উদ্দিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

বাউফল উপজেলা ডিএইসএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. মো. নুরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। প্রভাষক ডা. মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ডা. মো. আতাহার আলী, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো. ফারুক আহমদ মজুমদার।

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড বরিশাল বিভাগীয় বোর্ড সদস্য ও ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডা. জান্নাতুল ফেরদৌসী (কাজল), ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, প্রভাষক ডা. সৈয়দ সাইদুর রহমান কামাল, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফিরোজ আহমেদ।

বাউফল উপজেলা ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রবিন চিকিৎসক, সাবেক সভাপতি ডা. মো. নজরুল ইসলাম, দশমিনা উপজেলা ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি প্রভাষক ডা. ফরিদা বেগম ও সাধারণ সম্পাদক ডা. ফেরদাউস আহমেদ।

বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক হোমিও চিকিৎসক ডেলিগেট হিসেবে উপস্থিতি থেকে কণ্ঠ ভোটের মাধ্যমে বাউফল উপজেলা ডিএইচএম.এস ডক্টরস এসোসিয়েশনের দ্বিতীয় বারের সভাপতি ডা. মো. নুরুল ইসলাম খান ও প্রভাষক ডা. মো. জসীম উদ্দিন খানকে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।’

45 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন