ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট এক হাজার ১৭ জনের মৃত্যু হলো। সোমবার ( ২ অক্টোবর) ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৬ জন। তাতে করে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন।
এর আগের দিন রোববার (১ অক্টোবর) ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৮২ জন। এই নিয়ে অক্টোবরের দুই দিনে মোট ২৮ জনের মৃত্যু হলো এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪৭৮ জন। তার আগের মাস সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু, আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫ ৯৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬’শ ৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮৯ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন রোগী। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪ হাজার ৪৫৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা রয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪২৬ জন।
আক্রান্তদের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুনে ৫ হাজার ৯৫৬ রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এখন পর্যন্ত মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর মধ্যে জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন এবং আগস্টে ৩৪২ জনের মৃত্যু হয়েছে।
জাতীয় খবর