বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২৪
খবর বিজ্ঞপ্তি:: অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকাস্থ মাধবপাশা ওয়েলফেয়ার সোসাইটির (DMWS) ইফতার ও দোয়া অনুষ্ঠান। গতকাল শনিবার ঢাকার ৫৪, পুরানা পল্টন ভোজন রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকাস্থ শতাধিক মাধবপাশাবাসীর এক মেলবন্ধনের সূচনা হয়।
সংগঠনের আহ্বায়ক মাহামুদ সরদারের উপস্থিতিতে, সদস্যসচিব এস এম মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কুরআন তেলওয়াত করেন রফিকুল ইসলাম রানা।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর কামরুজ্জামান ভুঁইয়া, মো: মোজাম্মেল হোসেন শরীফ, জাকির হোসেন মল্লিক, আলাউদ্দিন খান, শাহ আলম খান, আলী হোসেন আকন্দ, হাসান মাহমুদ, এ কিউ বাচ্চু সিকদার, সালাউদ্দিন মিন্টু, মো: মাহাবুব তালুকদার, আল আমিন খান, সোহাগ শরীফ এবং মেহেদী হাসান প্রমুখ।
এ সময় শতাধিক মাধবপাশাবাসীর উপস্থিতিতে ভোজন রেস্টুরেন্ট এক টুকরো মাধবপাশায় পরিণত হয়। উপস্থিত সকলে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ঢাকাস্থ মাধবপাশা ওয়েলফেয়ার সোসাইটি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।’