বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:০০ অপরাহ্ণ, ০৩ সেপ্টেম্বর ২০১৭
বরিশালে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পরে জীবন-জীবিকার প্রয়োজনে ইটপাথরের কর্মস্থান রাজধানী ঢাকার উদ্দেশে ফিরতে শুরু করেছে মানুষ। কোন প্রকার বিড়ম্বনা ছাড়া নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছতে অনেকটা আগেভাগেই বরিশাল নদীবন্দরে এসেছেন যাত্রীরা।
ঈদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুরের পর বরিশাল নদীবন্দরে রাজধানীমুখী মানুষের আনাগোনা দেখা গেছে। কিন্তু ঈদের ছুটি এখনও শেষ না হওয়ার কারণে ভীর নেই বললেই চলে। অবশ্য স্বাচ্ছন্দে ঢাকায় যেতেই তাদের আগেভাগে রওনা দেওয়ার বিষয়টি।
সুরভী লঞ্চের ডেকের যাত্রী মনির হাওলাদার নামে এক যুবক জানিয়েছেন, বাবা-মা পরিজনদের সাথে কোরবানির ঈদ পালন করতে এসেছিলেন।
পেশায় ক্ষুদ্র ব্যবসায়ি এই যুবক বলেন- একটু আগেভাগে গিয়ে প্রতিষ্ঠানটি চালু করতে চাচ্ছেন। যে কারণে দেরি না করে ঈদের পরের দিনই রওনা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার জানান, রোববার কিছু যাত্রী ঢাকার উদ্দেশে রওনা হয়ে বন্দরে এসেছেন। রাতে ঢাকার উদ্দেশে ৭টি লঞ্চযোগে তারা বরিশাল ত্যাগ করবেন।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি জাহাজ সরাসরি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে সন্ধ্যায় রওনা দিয়েছে।
নৌ বন্দর সূত্র জানিয়েছে- যাত্রীদের নিরাপত্তায় বন্দর এলাকা ও টার্মিনাল এলাকায় আনসার, বিআইডব্লিউটিএ প্রশাসন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্য, মেট্রোপলিটন পুলিশ, নৌ-পুলিশ, ট্রাফিক পুলিশ, সাদা পোশাকধারী পুলিশসহ আইন-শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।