৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঢাকায় সাজাপ্রাপ্ত আসামি বরিশালে গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৪ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রাম থেকে ঢাকার পৃথক দু’টি আদালতের অর্থ ও কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ রিয়াজুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম।

গ্রেফতার রিয়াজুল করিম ওই গ্রামের সৈয়দ জয়নাল হকের ছেলে।

গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সৈয়দ রিয়াজুল করিমের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ৫ম যুগ্ম দায়রা জজ আদালত একটি মামলার (নং-১৩৬৭/০৭) রায়ে ১ বছর কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা করে।

 

আরেকটি মামলায় (নং-১০৯২০/১২) ঢাকা মেট্রোপলিটন ৪র্থ যুগ্ম দায়রা জজ আদালত সৈয়দ রিয়াজুল করিমকে ৪ মাসের কারাদণ্ড ও ২১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেন। ওই দুটি মামলার রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এবারের ঈদে সে গ্রামের বাড়ি বেড়াতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।\

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন