গ্রীনলাইনে রাজধানীর ঢাকা থেকে সুন্দরবন ঘুরে আসার বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রীনলাইন ওয়াটার ওয়েজ ও সুরভী পরিবহন কর্তৃপক্ষ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে এই উদ্যোগের উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ফলে এর মাধ্যমে সরাসরি ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা দেখে ঘুরে আসা যাবে সুন্দরবন থেকে।
খোঁজখবর নিয়ে জানা গেছে- রাজধানীর ঢাকা থেকে গ্রীনলাইন ওয়াটার ওয়েজে যাওয়া যাবে বরিশাল। সেখান থেকে থেকে এসি কোচ সার্ভিসে সাগরকন্যা কুয়াকাটা। পরদিন সকালে কুয়াকাটা থেকে গ্রীনলাইন-৭ এ ঘুরে আসতে পারবেন সুন্দরবন।
গ্রীনলাইন ওয়াটার ওয়েজের অডিট অফিসার মো. খায়রুল বাশার বরিশালটাইমসকে বলেন, ‘ঢাকা থেকে সুন্দরবন ঘুরে আসার ৩ দিনের ফুল প্যাকেজ পাওয়া যাবে ৫ হাজার ৫শ’ টাকা। এর মধ্যে রয়েছে সকাল ও বিকেলের নাস্তা।
কুয়াকাটা পৌঁছে দুপুরের খাবার এবং রাতে থাকার দায়িত্ব নিজের। পরদিন সকালে কুয়াকাটা থেকে সুন্দরবন যাওয়া-আসার প্যাকেজ ২ হাজার ৫শ’ টাকা। এরমধ্যে সকাল-বিকেলের নাস্তা, দুপুরের খাবার পরিবহন কর্তৃপক্ষ বহন করবে।’
গ্রীনলাইন ও সুরভী পরিবহনের ওয়েবসাইট, দুই পরিবহনের কাউন্টার এবং সদরঘাটে এ প্যাকেজের টিকিট পাওয়া যাবে।’
বরিশালের খবর