দীর্ঘদিন বন্ধ থাকার পরে বরিশাল-ঢাকা নৌরুটে ফের সকাল-বিকেল ডাবল ট্রিপ প্রক্রিয়া শুরু করেছে ‘গ্রীণ লাইন ওয়াটার ওয়েজ’ বাস কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে ডাবল ট্রিপ প্রক্রিয়া বজায় রাখার প্রত্যয় নিয়ে যাত্রী পরিবহন শুরু করেছে।
গ্রীণ লাইন ওয়াটার ওয়েজেরর ব্যাবস্থাপক মো. বাদশাহ সরদার বরিশালটাইমসকে বলেন- যাত্রী কম থাকার কারণে আমাদের একটি নৌযান বন্ধ রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি গ্রীণ লাইনে যাত্রী সংখ্যা বাড়ায় একটি ওয়াটারবাস দিয়ে চাপ সামলানো কঠিন হয়ে পড়েছ।
সে কারণে আমাদের অপর ওয়াটারবাসটি শুক্রবার সকাল থেকে পুনরায় চালু করা হয়েছে।
এখন থেকে বিগত দিনের ন্যায় প্রতিদিন সকাল ৮ টা ও বিকেল ৩টায় ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালে আসবে এবং একই সময়ে বরিশাল থেকে ঢাকার যাত্রীদের নিয়ে রওনা দেবে।’’
শিরোনামবরিশালের খবর