৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:২৫ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০২৩

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের গারদের পাশে ককটেল দুটির বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গনে। সবাই এদিক ওদিন ছোটাছুটি শুরু করেন।

ককটেল বিস্ফোরণ স্থানের কয়েক মিটার দূরেই জুতা সেলাইয়ের কাজ করছিলেন শ্রীবাস দাস। তিনি বলেন, আমি পাশেই জুতা কালির কাজ করছিলাম। হঠাৎ করে পাশে এই বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। তবে কে বা কারা ফেলেছে আমি দেখিনি।

এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয়। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক আগামী ২২ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন