নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বরিশালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন।
বরিশালের খবর, বিভাগের খবর