৩৭ seconds আগের আপডেট বিকাল ৩:৫ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

তজুমদ্দিনে নিষেধাজ্ঞার ১ মাসে ২১ নৌকা ও ৫৯ জেলে আটক

বরিশালটাইমস রিপোর্ট
২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

তজুমদ্দিনে নিষেধাজ্ঞার ১ মাসে ২১ নৌকা ও ৫৯ জেলে আটক

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন:: সরকারী নিষেধাজ্ঞা অমান্য করেন ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ শিকারের ঘটনায় গত ১মাসে (১ থেকে ৩১ মার্চ পর্যন্ত) প্রশাসনের অভিযানে ৫৯ জেলে, ২১টি নৌকা ও জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি আটক করা হয়। আটক জেলেদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা, নৌকা নিলাম প্রদান করা হয়েছে ও জালসহ সরঞ্জামাদি আগুনে পুড়ে নষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল দীর্ঘ দুইমাস মেঘনা নদীর ৪টি অভয়াশ্রমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অভয়াশ্রমগুলি হলো চর ইলিশার মদনপুর থেকে চরপিয়াল পর্যন্ত শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার ও শরীয়তপুরের নরিয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার জলসীমার মধ্যে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা দেয়া সরকার। সে অনুযায়ী ভোলা জেলার চর ইলিশার মদনপুর থেকে তজুমদ্দিনের চরপিয়াল পর্যন্ত ৯০কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে তজুমদ্দিনে মৎস্য প্রশাসন মেঘনায় ৩১টি অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৫৯ জেলে আটক, ২১টি নৌকা, নিষিদ্ধ কারেন্টজাল ১লক্ষ মিটার, বেহুন্দিজাল ১৫টি, মশারীজাল ২টি, চাই ৪টি ও অন্যান্যজাল ১৬টি আটক হয়। আটক জেলেদের মধ্যে ৪০জনকে ৮টি মোবাইল কোর্টের মাধ্যমে ১লক্ষ ৩২ হাজার টাকা আর্থিক জরিমানা রায় প্রদান করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম। আটক বাকী ১৯জন অপ্রাপ্ত বয়স্ক হওয়া হওয়ায় তাদের অভিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আটক কারেন্টজাল, চাই, বেহুন্দিজাল শশীগঞ্জ সুইচগেট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়ে নষ্ট করা হয়। ২১টি নৌকার মধ্যে ১৭টি ৩ লক্ষ ৮৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এসব নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। নিলামের বাহিরে থাকা ৫টি নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। অভিযানে আটক মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার নিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, দুইমাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নের তজুমদ্দিন উপজেলা মৎস্য প্রশাসন দিনরাত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছি। কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলোতে প্রশাসনিক তৎপরতা কম থাকায় সেখানকার জেলেরা আমাদের সীমানায় ঢুকে পড়েন। যে কারণে আমরা দিনরাত অভিযান করেও বিব্রত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, অভিযানে মেঘনা নদীর সার্বিক পরিস্থিতি এখনো ভালো আছে। বাকী একমাস আমরা যথাযথভাবে অভিযান অব্যাহত থাকবে।’

বিভাগের খবর, ভোলা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু  নিষেধাজ্ঞায় কর্মহীন রাঙ্গাবালীর জেলেরা  এবার ছাত্রলীগের সাবেক ২ নেতাকে চাকরি দিলেন পলক  বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী  ২৩৯ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী  অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পদক্ষেপ জানতে চাইলেন জাপানের রাষ্ট্রদূত  বোরহানউদ্দিনে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার  নায়ক ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই  তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু  বিজয়ী যেই হোক, সড়কসহ উন্নয়ন চায় এলাকাবাসী