তজুমদ্দিনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা । ভোলা তজুমদ্দিন উপজেলা শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ অ্যাথলেটিকট ফেডারেশনের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাথলেটিকট প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমনসহ সরকারি ও বেসকারি বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ ।
বিভাগের খবর, ভোলা