৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

সোহাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৫ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০১৬

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে দু’টি মানববন্ধন করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে বিবির পুকুর পাড়ে বরিশাল জেলা গণনাট্য সংস্থার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অধ্যাপক নিপেন্দ্র নাথ বাড়ৈ, জাফর তালুকদার, হারুন অর রশিদ, আলম প্রমুখ।

অপরদিকে, একই দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ডা. বনমালি গাঙ্গুলী ছাত্রী নিবাসের উদ্যোগে বেলা ১২টার দিকে নগরের নতুন বাজার এলাকায় মানববন্ধন করা হয়।

এতে বনমালি গাঙ্গুলী ছাত্রীনিবাসের সুপার শাহ সাজেদা, বরিশাল বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভাগীয় সমন্বয়ক বাহাউদ্দিন গোলাপ, ছাত্রী নিতু হেনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন