৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

তফসিল নভেম্বরে, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০২৩

তফসিল নভেম্বরে, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি বছরের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এ কথা বলেন। তিনি দুই দিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের ওপর নির্ভর করে না। দলের অংশগ্রহণ করা নির্ভর করে দলের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এতে আমাদের এখতিয়ার নাই। তবে আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। আমাদের দেড় বছর পার হয়েছে। শুরু থেকেই নির্বাচনের পরিবেশের জন্য আমরা সকল দলকে একাধিকবার আহ্বান জানিয়ে আসছি। এখনো আমরা আহ্বান জানাচ্ছি তারা যেনো নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়।’

নির্বাচন নিয়ে বিএনপির আন্দোলনের বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বিষয়, এতে আমাদের এখতিয়ার নাই। তবে বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। এখনো বিএনপির জন্য আমাদের দরজা খোলা আছে। তারা যদি আসতে চায়, আমরা ওয়েলকাম করব। আশা করছি এগুলোর সবকিছু সমাধান হয়ে যাবে। কারণ, আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই।’

দুই দিনের সফলে আনিছুর রহমান কিশোরগঞ্জে ভোটার তালিকা চূড়ান্ত ও নির্বাচনের কেন্দ্র নির্ধারণসহ নির্বাচন সংক্রান্ত অন্য কাজের নির্দেশনা দেবেন। এসব বিষয়ে কোনো আপত্তি থাকলে সেগুলোর নিষ্পত্তি করবেন তিনি। এ সময় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

 

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন