৬ িনিট আগের আপডেট বিকাল ১:৯ ; শনিবার ; সেপ্টেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

তরুণীকে হত্যার পর মাথা কেটে মগজ দিয়ে ভাত খেল খুনি

বরিশালটাইমস রিপোর্ট
২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ভাষা বুঝতে না পারায় এক তরুণীকে হত্যার পর তার মাথা কেটে মগজ বের করে ভাতের সঙ্গে খেয়ে ফেলেছে মদ্যপ এক যুবক। গত বৃহস্পতিবার নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে। পুলিশ ওই মাতাল যুবককে আটকের পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে।

বৃহস্পতিবার ভোরের দিকে মিন্দানাও দ্বীপে নিজের বাড়িতে ফিরছিলেন লিয়াডো ব্যাগটগ (২১) নামের ওই যুবক। মদ্যপান করে ভোরে রাস্তায় বের হয়েছিলেন; কিন্তু ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না তিনি।

লিয়াডো পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে বলেছেন, তিনি মদ্যপান করেছিলেন এবং প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। ভোরবেলা ওই তরুণী পিছু নিয়ে ইংরেজিতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তরুণীর ভাষা তিনি বুঝতে পারছিলেন না।

পুলিশের কর্মকর্তা ক্যাপ্টেন ম্যারিবেথ রামোগা ট্রেইটস টাইমসকে বলেন, সম্ভবত ভাষা না বোঝার কারণে বিরক্ত হয়েছিল লিয়াডো।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা হত্যাকাণ্ডের শিকার তরুণীকে লিয়াডোর সঙ্গে হেঁটে যেতে দেখেছেন। লিয়াডোর বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ওই তরুণীর মরদেহ পায় পুলিশ। তাদের ধারণা, লিয়াডোই ওই তরুণীকে কোমড়ের বেল্ট দিয়ে বেঁধে বড় ছুরি দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করেন। পরে কাপড়ে বেঁধে ওই তরুণীর মাথা বাসায় নিয়ে যান।

লিয়াডো পুলিশকে বলেছেন, বাসায় যাওয়ার পর তিনি কিছু ভাত রান্না করেন। ভাতের ওপর ওই তরুণীর মস্তিষ্ক রেখে সেটি খেয়ে ফেলেন। পরে বাড়ির পাশের একটি গর্তে তার খুলি ফেলে দেন। কর্মকর্তারা বলেছেন, ওই তরুণীর মরদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তার শরীরে শুধুমাত্র জিন্স প্যান্ট ছিল। হাত শক্ত করে বাঁধা ছিল।

লিয়াডো দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। গ্রেফতারের পর পুলিশ তার মানসিক অবস্থা নির্ণয়ের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বলছে, ওই যুবকের বাসা থেকে মাথার খুলি ও রক্তাক্ত একটি কাপড় উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, রক্তাক্ত কাপড় দিয়ে তরুণীর মাথাটি বাসায় নিয়ে আসা হয়ে থাকতে পারে।

তবে নিহত তরুণীর পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহত তরুণীর পরিচয় জানার জন্য স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।

সূত্র : ডেইলি মেইল।

বিশেষ খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  খালেদা জিয়ার আগে কারাগার পরে বিদেশে চিকিৎসা : প্রধানমন্ত্রী  দুমকি প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, সম্পাদক কাজী দুলাল  বরগুনায় ১৩ কেজির পাঙ্গাস সাড়ে ১০ হাজারে বিক্রি  অস্ত্র ঠেকিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে ছাত্রলীগ নেতার হুমকি  আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের মাঝে পড়ে কিশোর নিহত  বরিশালে নিখোঁজ ৪ কিশোরীকে উদ্ধার, গ্রেপ্তার ২  ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন  প্রেমিকার শোক ভুলতে দুধ দিয়ে গোসল  বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ ট্রলার নিয়ে ব্যতিক্রমী র‌্যালি  মির্জা ফখরুলকে কৃষক লীগের সমাবেশে যাওয়ার দাওয়াত