বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:৩৬ অপরাহ্ণ, ০৮ জানুয়ারি ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন:: আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়।
বৈঠক শেষে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা দেশ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
পরে ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে।
তিনি বলেন, আমরা জেনে শুনে এ নির্বাচনে নেমেছি। সব বাধাকে অতিক্রম করে লড়াই করে আমরা শেষ পর্যন্ত থাকবো। আর ক্ষমতাসীন দলের যে অনিয়ম দেখছি তাতে এখনো স্পষ্ট যে, সুষ্ঠু নির্বাচন হবে না।
দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন বলেন, আজকে আমি এবং তাবিথ আউয়াল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কাছে দোয়া নিতে গিয়েছি। আমরা দুই প্রার্থী আজকে সকালে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চেয়ে আইজি প্রিজন এবং জেল সুপার বরাবর একটি আবেদন করেছি। আমি সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা আমাদের আবেদনটি গ্রহণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে দোয়া নেয়ার জন্য আমাদের সেই সুযোগ করে দিন।
এর আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।