রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুই জনকে গ্রেফতারের আদেশ দিয়েছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। এ মামলার অন্য আসামিরা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান এবং বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার। তাদের মধ্যে আবদুস সালাম বর্তমানে কারাগারে আছেন এবং কণক সরওয়ার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারি এ অভিযোগপত্র আমলে নিয়ে এ রায় দেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও বিচারক আগামী ১ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট তেজগাঁও থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রদোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
জাতীয় খবর