তালগাছিয়া মাদরাসার দুইদিন ব্যাপি মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ আশারাফিয়া তালগাছিয়া মাদরাসার দুইদিন ব্যাপি মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল রাত ১০ টার দিকে প্রধান অতিথী বরেণ্য আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, আল্লামা মুফতি আমিন পালনপুরীর বক্তব্য ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
এসময় তিনি মুসলিম উম্মাহের শান্তি কামনা করেন। উল্লেখ্য, ৯৬তম বার্ষিক ইসলামি মাহফিলটি মাদরাসা ময়দানে ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দ্বীনি শিক্ষাকেন্দ্র মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফীয়া তালগাছিয়া মাদরাসা’র ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি নূরুল্লাহ আশরাফী।
মাহফিলের প্রধান অতিথী বরেণ্য আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, আল্লামা মুফতি আমিন পালনপুরী ৮ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার সফর ঘিরে বাংলাদেশের বিভিন্ন বিভাগের কয়েকটি ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথী হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।
পিরোজপুর, বিভাগের খবর