১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৩ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৬

তালতলী: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের দক্ষিণ গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল করিমকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১২টায় ছোটবগী ইউনিয়ন পরিষদের সামনে দক্ষিণ গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদালয়ের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ. সালাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. তৌফিকুজ্জামান তনু, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারি, আ’লীগ নেতা জাকির হোসেন চুন্নু, তালতলী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক, ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদার প্রমুখ।

এসময় তারা এলাকার চিহ্নিত নারী লোভী আ. করিম তালুকদার ওরপে কইর‌্যাকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের দাবী জানান।

প্রসঙ্গত, বুধবার বরগুনার তালতলী উপজেলার দক্ষিন গাববাড়িয়া গ্রামের  ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনার পর ধর্ষক আ. করিম নামের এক ব্যক্তিকে আসামি করে ওই দিন রাতেই মেয়েটির মা বাদী হয়ে তালতলী থানায় মামলা করেন।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন