তালতলী: বরগুনার তালতলীর অপহৃত স্কুলছাত্রী এখন বরিশাল সেফহোমে। অজ্ঞাত কারণে মামলায় আসামি হয়নি অপহরনের মুলনায়ক জাহিদ (১৬)। এলাকাবাসী ও অপহৃতা সুত্রে জানা গেছে, ৬অক্টোবর উপজেলার নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের এক স্কুলছাত্রী ছুটির পর বাড়ি যাওয়ার পথে ওৎ পেতে থাকা শিকারীপাড়া গ্রামের হোচেন ফকিরের পুত্র জাহিদ স্থানীয় এমাদুলের ভাড়াটিয়া মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে অপহরণ করে করমজাপাড়া এলাকার নির্জন স্থানে নিয়ে যায়।
জাহিদের সহযোগী ইমরান (১৪) এবং রেজবী (১৫) তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন। এ সময় ওই ছাত্রী স্ব-জোরে ডাক-চিৎকার দিলে স্থানীয় জনতা ওদের ধাওয়া করলে পরিস্থিতি বেশামাল দেখে মোটরসাইকেলটি নিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে থানায় মামলা হলেও অজ্ঞাত কারণে আসামী হয়নি ঘটনার মুলনায়ক জাহিদ।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমীন জানান, ওই ছাত্রীকে ৮ অক্টোবর বরগুনার শিশু আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু তাহের ছাত্রীর জবানবন্দি শেষে নারী পুলিশের সহায়তায় বরিশাল সেফহোমে প্রেরণ করেন।’
খবর বিজ্ঞপ্তি, বরগুনা