আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া রাজনৈতিক ভাষা নয়। বিএনপির কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দেশের মানুষ। ৮ তারিখ সামনে রেখে পাল্টাপাল্টি কিছু করবো না। পুলিশের কাছে নাশকতার তথ্য আছে। তাদের আন্দোলন মানেই নাশকতা।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ক্ষতিগ্রস্তদের পুনবার্সন নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন: রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা
বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, মাজার জিয়ারতের জন্য গেলে রাস্তায় শোডাউন কেন করবেন খালেদা? রাস্তা দখল করতে গেলে পুলিশ তো বাঁধা দেবেই।
তিনি আরো বলেন, বিশৃঙ্খলা তৈরি করতে খালেদা সড়কপথে সিলেট যাচ্ছেন। তার লক্ষ্য হচ্ছে মামলার রায় ঘিরে দেখানো যে, তার সঙ্গে লোকজন আছে। আদালতের ওপর এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ দিতে খালেদা এমনটা করছেন।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়ার ঘোষণা দিয়েছেন আদালত। এ নিয়ে বিএনপির কিছু কর্মসূচিও রয়েছে।
জাতীয় খবর