৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

তিনটি লঞ্চ ডুবিতে নিখোঁজ ২০ যাত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১২ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০১৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মাতীরের ওয়াপদা ঘাট এলাকায় নোঙর করে রাখা পন্টুনের রশি ছিঁড়ে তিনটি লঞ্চ ডুবে গেছে। এতে লঞ্চ তিনটিতে থাকা ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া লঞ্চ তিনটি হলো- মহানগরী লঞ্চ, মৌচাক লঞ্চ, নড়িয়া-২।

এলাকাবাসী জানিয়েছে, ওয়াপদা ঘাট এলাকায় ৫টি লঞ্চ নোঙর করা ছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে ঘাটে লোকজন কম ছিল। প্রবল স্রোতের কারণে হঠাৎ পন্টুনের রশি ছিঁড়ে গেলে নোঙর করে রাখা তিনটি লঞ্চ ডুবে যায়। এ সময় লঞ্চ তিনটিতে থাকা একজনকে উদ্ধার করা হলেও ২০ জনের মতো নিখোঁজ আছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে লঞ্চের স্টাফও আছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে কতজন নিখোঁজ আছেন তিনি তা জানাতে পারেননি।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন