বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৫৮ অপরাহ্ণ, ২১ মে ২০১৬
ভোলা: ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দ্বীপ জেলা ভোলায় তিনটি কার্গো জাহাজসহ পাড়ে অবস্থানরত শতাধিক মাছ ধরা নৌকা ডুবে গেছে এতে অন্তত ৮ জন কার্গোল শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার মধ্যরাতে জেলার ইলিশাঘাট ও তমুজুদ্দিনে এ ঘটনা ঘটে। কার্গোর শ্রমিকরা জানান, এখন পর্যন্ত তাদের ৮ সহকর্মী নিখোঁজ রয়েছেন।
এদিকে, জেলার লালমোহনের ফাতেমাবাদে বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আর ঝড়ে রাস্তার ওপর গাছ পড়ে ভোলা-চরফ্যশন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।