বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত সোমবার শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার মন্ত্রীর একান্ত সচিব (পিএস) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তার অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশি বলেন, ‘ঠিক কী কারণে বা কোন জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা আমাদের জানা নেই।’
খবর বিজ্ঞপ্তি, ভোলা