২৭ িনিট আগের আপডেট সকাল ৯:২২ ; শনিবার ; ডিসেম্বর ২, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

দক্ষিণাঞ্চলে জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ছিল

বরিশালটাইমস রিপোর্ট
৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

নব্য জেএমবি’র জঙ্গিরা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর ও পিরোজপুর জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান। তারা আওয়ামী লীগের নেতা ও পুলিশের ওপর হামলারও পরিকল্পনা করছিল। আটক হওয়া চার জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশ এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, ‘নব্য জেএমবির এই গ্রুপটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার একাংশে আওয়ামী লীগ নেতা ও পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে। আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগে ওই দলটির নেতাদের টার্গেট করেছে। পুলিশের মনোবল ভাঙতে খুলনা রেঞ্জের শীর্ষ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনেস্টবল পর্যন্ত কোনও পুলিশ সদস্য নব্য জেএমবির টার্গেটের বাইরে নয়।’

ডিআইজি বলেন,  ‘বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করতো এমন এক জেএমবি নেতা এখন দক্ষিণাঞ্চলে তৎপরতা চালাচ্ছে। বাগেরহাটের কচুয়ায় মঙ্গলবার রাতে আটক এই চার জঙ্গিসহ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ওই জেএমবি নেতা। পুলিশ নব্য জেএমবির এই টিম লিডারের সম্পর্কে অনেক গৃরুত্বপূর্ণ তথ্য পেলেও দ্রুত গ্রেফতারের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।’

ডিআইজি আরও বলেন, ‘নব্য জেএমবির এই গ্রুপটিতে  আইটি বিশেষজ্ঞ রয়েছে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে নিজস্ব সফ্টওয়্যার তৈরি করেছে। কচুয়ায় অভিযানের সময় পালিয়ে যাওয়া ৭ থেকে ৮ জন জঙ্গিসহ এই গ্রুপটিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে নব্য জেএমবির ৪ সদস্যকে আটক করে। তাদের নামে পৃথক ৪টি মামলা দিয়ে পুলিশ আদালতে পাঠালে তারা নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে বিস্তারিত বর্ণনাসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লেন যুবক  এবার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির নির্দেশ ইসির  জনগণের ইচ্ছায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ'লীগ নেতা আতিক  আ'লীগ প্রার্থী স্বপনের মনোনয়ন দাখিলে জনতার ঢল  বরিশালে শ্রেণিকক্ষ দখল করে স্ত্রী-সন্তান নিয়ে শিক্ষকের বসবাস  সব থানার ওসি বদলির নির্দেশ নির্বাচন কমিশনের  জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন মালয়েশিয়ার রাজনীতিবিদ  মুলাদীতে নৌকার প্রার্থী বদলের গুঞ্জনে আওয়ামী লীগে হতাশা  ঝালকাঠিতে ব্যারিস্টার শাহজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ  স্বতন্ত্র প্রার্থীকে থানায় নিয়ে যায় পুলিশ