বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।আজ শুক্রবার যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন- ঢাকা মহানগর উত্তর শাখার তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব মো. আবদুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর শাখার তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব আবদুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিনকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।