দশমিনায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ!
মুনতাসির তাসরিপ, দশমিনা প্রতিনিধিঃ “মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার” স্লোগানে পটুয়াখালীর দশমিনায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা উঠতি বয়সী কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠান এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলোক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১ আগস্ট) ব্রাকের পল্লীসমাজের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) এর সহযোগিতায় উপজেলার সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের ৪ নং পল্লীসমাজে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত থাকেন স্থানীয় বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান, দশমিনা থানার ইন্সপেক্টর অনুপ দাস, স্থানীয় ইউপি সদস্য জান শরীফ, মোঃ কবির হোসেন, সংরক্ষিত সদস্য শিরিন সুলতানা,সালমা বেগম, মলি বেগম (ডিএম সেলপ),এসোসিয়েট অফিসার উল্কা বিশ্বাস ও পল্লীসমাজের সদস্য বৃন্দ।
সভায় উপস্থিত মোসা. তাসলিমা খাতুন(১৫) নামক এক শিক্ষার্থী বলেন, পারিবারিক অসচ্ছলতার কারণে আমার পড়ালেখা প্রায় বিলুপ্তির পথে। বিয়ে দিয়ে দেয়ার আলাপ চলছিলো।কিন্তু এমন সভার মাধ্যমে আমি বাল্যবিবাহের কুফল সম্পর্কে ভালোভাবে জানতে পারি।
আমার পরিবারকে সচেতন করি। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ বাল্যবিবাহের কুফল ও ভয়বহ পরিনতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং কিশোরীদের মাঝে তথ্য কার্ড প্রদান করেন।
পটুয়াখালি, বিভাগের খবর