দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ হাওলাদার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার আলীপুরা ইউনিয়নের মীর মদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার মোহাম্মদ মাহাতাব হাওলাদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এলাকার মসজিদে মক্তব শিক্ষার ক্লাশ শেষে ঘরে ফেরে আব্দুল্লাহ।
এরপর টেলিভিশন দেখার জন্য লাইন দেয়ার সময় মেঝেতে মাল্টিপ্লাগের তারের সাথে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিথুন চন্দ্র হাওলাদার তাকে মৃত ঘোষণা করেন। আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পটুয়াখালি, বিভাগের খবর