সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে ইসরায়েলি বিমান থেকে এ হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
এ হামলার খবর নিশ্চিত করেছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি।
সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার আকাশপথ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান। ইসরায়েলের আশঙ্কা, সিরিয়ায় ইরানের হস্তক্ষেপ ক্রমাগত বাড়ছে এবং তা ইসরায়েলের নিরাপত্তা জন্য হুমকি।
Other