বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১৭ অপরাহ্ণ, ০১ জানুয়ারি ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন::: নেত্রকোনা কেন্দুয়ায় বাবুল মিয়া (২৬) সিএনজি অটোরিক্সার চালক হিসেবেই পরিচিত। দিনের বেলার এ শ্রমজীবি অবশেষে ধরা পড়েছেন রাতের বেলা ইজিবাইক চুরি করে। পুলিশ তাকে গ্রেপ্তারের পর দুটি চোরাই ইজিবাইক ও গাড়ি চুরির বিভিন্ন যন্ত্র উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের লালু মিয়ার ছেলে বাবুল মিয়া। দিনে সিএনজিচালিত অটোরিক্সার চালক হলেও রাতে তিনি বিভিন্ন স্থানে ইজিবাইকসহ মালামাল চুরি করতেন। এজন্য তার রয়েছে একটি চোর সিন্ডিকেট।
গত মঙ্গলবার রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামে চুরি হয় দুটি ইজিবাইক। কবির মিয়া নামে এক ব্যক্তির বসতঘরের বারান্দায় শিকল দিয়ে বেঁধে চার্জ দেওয়া হচ্ছিল ইজিবাইক। তিন লক্ষাধিক টাকা দামের এ দুটি ইজিবাইক উদ্ধারে নেমে পুলিশ বাবুল মিয়ার সন্ধান পায়।
বাবুলকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগিরা পালিয়ে গেছেন। তারা কৌশলে ইজিবাইক চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানা গেছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া বুধবার বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। বাবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির মালামাল ফেরতের পাশাপাশি গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান,গ্রেপ্তারকৃত বাবুল পেশাদার ইজিবাইক চোর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। অন্যান্য চুরির ঘটনায় বাবুলের সংশ্লিস্টতা যাচাই করা হচ্ছে।