৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দুই কোটি টাকার খোঁজে দুদকের অভিযান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৭ অপরাহ্ণ, ০৯ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: দুদকের হটলাইন সেবা ১০৬ এ আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন দুদকের উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান। তার নেতৃত্বে আছে আরো একটি এনফোর্সমেন্ট টিম।

দুদকের কাছে তথ্য আছে, অবৈধ পন্থায় ঘুষের মাধ্যমে অর্জিত ১ কোটি ৭০ লাখ টাকা এই প্রকল্প কর্মকর্তার অফিস ও বাসায় রক্ষিত আছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলাদেশ জার্নালকে বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের বাসা ও অফিসে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিলো।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন