দুই গ্রুপের কোন্দল: যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগের দুই গ্রুপের কোন্দলে শহিদুল ইসলাম আকাশ নামে এক যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। শহিদুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূর ইসলামের পুত্র।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হিঙ্গলি ইউনিয়নের চিলকির হাট এলাকায় একটি ফার্নিচার দোকানে যুবলীগ কর্মী আকাশের ওপর হামলা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি আকাশ মারা গেছে। তবে কারা হামলা করেছে তার বলতে পারবো না।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, সন্ধ্যায় আকাশের ওপর হামলা করার বিষয়টি শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারি সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তবে বিস্তারিত এখনও বলা যাচ্ছে না।
দেশের খবর