দুই মাথাওয়ালা সাপ অত্যন্ত বিরল। প্রকৃতির অদ্ভুত খেয়ালে এমন প্রাণী জন্ম নিলেও তা সাধারণত জন্মের পরেই মারা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের এক নারী বিরল এই সাপ রীতিমতো প্রতিপালন করতে সক্ষম হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে বাস করেন তানি জানসুজ। তিনিই দুই মাথাওয়ালা সাপটি বড় করছেন। এর দুটি মস্তিষ্ক হলেও দেহ একটিই। আর তা দিয়েই দিব্যি বেঁচে আছে সাপটি। দুটি মাথা থাকায় অবশ্য সাপটিকে ভিন্ন দুটি নামও দিয়েছেন তিনি।
তানি জানসুজ সাপটির সন্ধান পান একজন বন্ধুর কাছ থেকে। এরপর সেটিকে নিতে আগ্রহ দেখালে নিজের ব্যাকইয়ার্ডে পাওয়া সেই সাপটিকে তিনি দিয়ে দেন তানির কাছে। এরপর থেকে সাপটি তার কাছেই বড় হচ্ছে।
সাপটিকে তিনি একদিন বয়স থাকতেই পেয়েছিলেন। বয়স নির্ণয় করা সহজ ছিল না। কিন্তু তিনি বলেন, এর একটি মাথায় ‘ডিম দাঁত’ ছিল, যা ডিম থেকে বের হওয়ার সময়েই খোলা ভাঙার জন্য ব্যবহৃত হয়। এরপর তা খসে যায়।
গত সেপ্টেম্বর মাসে সাপটির সন্ধান পাওয়া যায়। তবে এখনো সাপটি সুস্থভাবে বেঁচে রয়েছে ওয়েস্টার্ন র্যাটল স্নেক প্রজাতির সাপটি।
টাইমস স্পেশাল