জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ঝালকাঠির মেয়রপুত্র জেলা আ’লীগ কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম তালুকদারকে জেল হাজতে পাঠিয়েছেন বরিশালের একটি আদালত। বৃহস্পতিবার এই আ.লীগ নেতা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অমিত কুমার দে তার বিরুদ্ধে এ আদেশ দেন।
ঝালকাঠি জেলা আ’লীগের কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ওরফে মনির হুজুর ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ছেলে।
বরিশাল আদালতের জিআরও প্রদীপ বরিশালটাইমসকে জানান- উচ্চ আদালতের দেয়া ৬ মাসের জামিনে ছিলেন মনিরুল ইসলাম। পূনরায় জামিন নেয়ার জন্য হাজির হলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মেয়রপুত্রের বিরুদ্ধে ২০১৬ সালে ১৯ ডিসেম্বর কোতয়ালি মডেল থানায় এই মামলাটি করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
মামলায় মনিরুল ইসলাম তালুকদারসহ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, বরিশাল মহানগর যুবলীগ নেতা সাহিন সিকদার ও তার স্ত্রী নাইমা রহমানকেও আসামি করা হয়।
এ মামলায় তাদের বিরুদ্ধে পরস্পর যোগশাজোসে ক্ষমতার অপব্যবহার করা, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
তারা ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর আত্মসাত করেছে বলে মামলায় উল্লেখ করেছেন।”
শিরোনামঝালকাঠির খবর